ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির গুলিতে নিহতের ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ

অনলাইন ভার্সন
মার্চ ১২, ২০১৯ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক:ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুরে বিজিবির গুলিতে তিন গ্রামবাসীর নিহত হওয়ার ঘটনায় আদালতে করা অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হরিপুর থানার ওসিকে আগামী ১১ এপ্রিল প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী নুর ইসলাম বলেন, ৭ বিজিবি সদস্যকে বিবাদী করে নিহত নবাবের পিতা নজরুল ইসলাম, সাদেক এর ভাই মো. বাসেদ ও শিশু জয়নুলের পিতা নুর ইসলাম পৃথক তিনটি মামলা দায়ের করে। এ ঘটনায় থানায় কোন মামলা না হলে গ্রামবাসীর অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও হরিপুরের বহরমপুর ভারতীয় সন্দেহে গরু জব্দ করা নিয়ে বিজিবির গলিতে শিশু জয়নুল, সাদেক ও নবাব মারা যায়। গুলিবিদ্ধ হয় আরও ১৪ জন। এ ঘটনায় বিজিবি গ্রামবাসীদের আসামি করে হরিপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।