নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহীর উদ্যোগে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ইসলামী ব্যাংক নার্সিং কলেজের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহী অধ্যক্ষ মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নার্সিং কলেজের শিক্ষক শারমিন সুলতানা, মাহমুদা খাতুন ও আইবিএফ কর্মকর্তা শহিদুল হোসাইন। আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংক নার্সিং কলেজ শিক্ষার্থীরা ইসলামী গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। করে
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহীর কর্মকর্তা মিজানুর রহমান।
এস/আর