খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে দেশের সংবিধান, আইনের শাসন, দেশনেত্রীর মুক্তির সঙ্গে চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জে সঙ্গে মোকাবিলা করতে হলে, বিজয়ী হতে হলে, আত্মত্যাগ করতে হবে। আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খসরু বলেন, ইতিহাস রচনা করেন ইতিহাসবিদরা। কিন্তু দেশের স্বৈরাচারী ইতিহাস, এক-এগারোর প্রেক্ষাপটের ইতিহাস রচনার দায়িত্ব নিয়েছে কিছু রাজনীতিবিদ। তারা তাদের নিজস্ব ইতিহাস তুলে ধরেছেন।
তিনি বলেন, এ দেশে যারা ক্ষমতায় বসেছে তারা নিজস্ব ইতিহাস লিখছে। এ ইতিহাস কোনদিনও টিকে থাকতে পারবে না। এর আগেও অনেকেই চেষ্টা করেছিল। কিন্তু টিকে থাকতে পারেনি। এ ইতিহাসও টিকবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের সাধারাণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহিলা দলের যুগ্ম সাধারাণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই