খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক:কুয়ালালামপুরে ভারতকে হারিয়ে অবিস্মরণীয় জয়ের পর থেকেই বাংলাদেশের মেয়েদের জন্য বইছে অভিনন্দনের জোয়ার। এশিয়া কাপ জয়ের পর গণমাধ্যমের শিরোনামে এখন শুধুই সালমারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। তবে আজ সোমবার বিকেলেই কুয়ালালাপুর থেকে দেশে পৌঁছাবেন সালমারা।
বিমানবন্দর থেকে সরাসরি তাদের নিয়ে আসা হবে হোটেল সোনারগাঁতে। সেখানেই হবে তাদের রাজকীয় সংবর্ধনা। এখন পর্যন্ত বিসিবি মেয়েদের পুরস্কার কিংবা বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যায় ৬টায় তাদের ঢাকা পৌঁছানোর কথা।
হোটেল সোনারগাঁতে বিসিবির পরিচালকদের বৈঠকে থাকবেন সভাপতি নাজমুল হাসান পাপনও। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি বড় অঙ্কের পুরস্কারের ঘোষণা দেবেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন পুরস্কারের কথা সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, ‘মেয়েদের ক্রিকেট নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছিলাম। অবশেষে সাফল্য ধরা দিল। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। আশা করি মেয়েদের জন্য এটা বড় একটা প্রেরণা হয়ে থাকবে।’
খবর২৪ঘণ্টা.কম/নজ