খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সলাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মূলত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের সাজা দিয়ে আজ রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এ বৈঠক আহ্বান করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছে।
এ ছাড়া তিন দিন পর জিয়া অরফানেজ ট্রাস্টের আপিলের রায়ের বিষয়েও আজকের সভায় আলোচনা করা হতে পারে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।