খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রা। আর সেই চরম ঠাণ্ডাতেই সোনালি বিকিনি পরে ফেললেন বাঙালি অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট হতেই চড়ছে পারদ।
কার্দাশিয়ানদের চ্যালেঞ্জ নিয়ে এই ছবি তুলেছেন অভিনেত্রী সৃজিতা দে। কাশ্মীরে ছুটি কাটাতে গিয়ে সেই ছবি তুলেছেন তিনি। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে তুলেছেন ছবি। যেখানে বিকিনি ছাড়া তাঁর পরণে আর কিছুই নেই।
কেন্দাল ও কোর্টনি কার্দাশিয়ানের হাত ধরেই এই চ্যালেঞ্জের সূত্রপাত। তাঁরা গত মাসে সেই চ্যালেঞ্জ নিয়ে ছবি পোস্ট করেন। স্কি ট্রিপে গিয়ে সেই ছবি তোলেন।
এরপরই এই ধরনের ছবি পোস্ট করা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
একতা কাপুরের কসৌটি জিন্দেগি কি সিরিয়ালে প্রথম দেখা গিয়েছিল সৃজিতাকে। তাঁর চরিত্রের নাম ছিল গার্গী তুষার বাজার। পরে ‘অন্নু কি হো গ্যায়ি বাহ ভাই বাহ’-তে তাঁকে লিড রোলে দেখা যায়।
‘উত্তরণ’ সিরিয়ালে তাঁকে প্রথম দেখা যায়। তপস্যার মেয়ে মুক্তার চরিত্রে অভিনয় করেছিলেন সৃজিতা।
খবর২৪ঘণ্টা, জেএন