খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক:বয়স বাড়লে কী হবে? বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম সেরা। ফিগার ও ফিটনেস নিয়ে ৪৫ বছর বয়সেও অসম্ভব সচেতন মালাইকা আরোরা। সম্প্রতি বি-টাউনে জোর গুঞ্জন প্রায় বারো বছরের বয়সে বড় মালাইকার প্রেমে পড়েছেন অর্জুন কাপুর। তাদের নাকি বিয়ের দিনও পাকা হয়ে গিয়েছে। এপ্রিলেই নাকি বিয়ে হবে তাদের। তবে তার আগেই নিজের নতুন একটি ছবি প্রকাশের মাধ্যমে চমকে দিলেন মালাইকা। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন মালাইকা। সেখানে বিচের ধারে বসে এই অসাধারণ ছবিটি পোস্ট করেছেন তিনি।
বিকিনিতে মালাইকার এ ছবি এখন ভাইরাল। মালাইকাল ভক্তদের মতো অর্জুন কাপুরও ছবি দেখে এককথায় থমকে গিয়েছেন। ছবি দেখে বিশেষ কিছুই লিখতে পারেননি তিনি, শুধুই লিখেছেন ‘হুম’। এর আগে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিলো মালাইকার। দীর্ঘ সংসারের ইতি তারা টানেন গত বছরই। আর ডিভোর্সের পর পরই অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে মালাইকার। আর এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা।
খবর২৪ঘণ্টা, জেএন