নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রাজশাহীর অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২৯টি প্রতিষ্ঠানে স্কোয়াড/সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযান
পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিএম লাইসেন্স না থাকায় নওগাঁর মান্দার এএনবি ব্রিকস, আরিফ ব্রিকস, এমজেবি ব্রিকস ও চৌধুরী ব্রিক্স’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর