নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএসটিআই আঞ্চলিক অফিস, রাজশাহী কর্তৃক রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় ১টি স্কোয়াড অভিযানের মাধ্যমে ৫টি প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স কার্যক্রম
পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বনি ফুডস, সিয়াম বেকারী, নিশান ব্রিকস এবং এআর ব্রিকস, রাজশাহী এর বিরুদ্ধে পণ্যের মান সনদ গ্রহণ না করে বিস্কুট, চানাচুর ও ক্লে ব্রিকস (ইট) বাজারজাত করায় বিএসটিআই আইন’২০১৮ এর আওতায় মোট ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর