নিজস্ব প্রতিবেদক :
মানহীন পন্য বিক্রির অপরাধে রাজশাহী বিএসটিআই’র অভিযানে ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএসটিআই আঞ্চলিক অফিস, রাজশাহী কর্তৃক রাজশাহী,নাটোর নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় স্কোয়াড/সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওগাঁ জেলার মেসার্স তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, রাহেল বিস্কুট ফ্যাক্টরী, আল্লাহর দান বেকারী, সারিকা ব্রিকস, সজল ব্রিকস, এমআরআর ব্রিকস এবং নাটোর জেলার মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, সুজন সুইটস, মোহিনী দধি ও মিষ্টান্ন
ভান্ডার এবং নিউ বনলতা সুইটস এন্ড কনফেকশনারী এবং রাজশাহী জেলার মেসার্স ফুড ফেয়ার এর বিরুদ্ধে পণ্যের মান সনদ গ্রহণ না করে পণ্য বাজারজাত করায় বিএসটিআই আইন’২০১৮ এর আওতায় এবং এছাড়াও এ সামাদ এন্ড সন্স ক্লথ স্টোর ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ এর আওতায় মোট ১২টি নিয়মিত মামলা আদালতে দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। বিএসটিআই মান সনদ গ্রহণ না করা পর্যন্ত পণ্য বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর