চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন শহিদুল ইসলাম(৩০) নামে এক বাংলাদেশি যুবক। সোমবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি শিবরামপুর সীমান্ত এলাকায় তিনি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গুলিবিদ্ধ শহিদুল ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন ভারতে গরু আনতে গিয়েছিলেন শহিদুল।
১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাসার জানান, চোরাকারবারি শহিদুলসহ কয়েকজন রোববার রাতে ভারতে গিয়েছিলেন। এ সময় ভারতের অভ্যন্তরেই গুলির ঘটনা ঘটে।
পরে শহিদুল গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এসেছে বাংলাদেশে, তবে অন্য সহযোগীদের বিষয়ে কিছুই বলছেন না শহিদুল। শুধু জানিয়েছেন রোববার ভোর তিনটা থেকে সাড়ে তিনটার দিকে গুলির ঘটনা ঘটে।
বিজিবি অধিনায়ক আরো জানান, বাম হাতের বাহুতে গুলিবিদ্ধ শহিদুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই