খবর২৪ঘণ্টা, ডেস্ক: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হোসেন আলী (২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ভোরে কাঁঠালডাঙ্গী সীমান্তে ৩৬৯ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে।
হোসেন আলী কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লে, কর্নেল মোহাম্মদ হোসেন জানান, মরদেহ নিয়ে আসার জন্য পতাকা বৈঠক চলছে।
খবর২৪ঘণ্টা,কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।