1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএসএফ’র দাবি ভারত থেকে অনেকেই বাংলাদেশে পালিয়ে আসতে চাইছেন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

বিএসএফ’র দাবি ভারত থেকে অনেকেই বাংলাদেশে পালিয়ে আসতে চাইছেন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ঘোষণার পর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে রেকর্ড পরিমাণ অনুপ্রবেশকারী।
শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

বিএসএফ’র এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘সিএএ কার্যকর হওয়ার পর ভারতে অবৈধভাবে বসতি গেড়ে থাকা অনুপ্রবেশকারীদের মনে ভয় ধরেছে। ফলে তারা যেকোনোভাবেই হোক বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও এই বিতর্কিত আইনের বিরুদ্ধে এ দেশে বিক্ষোভ-আন্দোলন চলছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ’র মহানির্দেশক (দক্ষিণবঙ্গ সীমান্ত) ওয়াই বি খুরানিয়া বলেন, ‘গত এক মাসে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যেতে চাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুধু জানুয়ারিতেই এখন পর্যন্ত ২৬৮ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছি, যাদের বেশিরভাগই প্রতিবেশী দেশটিতে গোপনে প্রবেশ করার চেষ্টা করছিল।’

যদিও এই আইনটি পাস হওয়ার পর তা ব্যাপক সমালোচিত হয়েছে। বিরোধীদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী। ভারতের বিরোধী দলগুলো এই আইন প্রত্যাহারের জন্য আন্দোলন করে আসছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST