1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি ডিবি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রুহুল কুদ্দুস তালুকদারকে আটকের পর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রীসহ আরও কয়েকজন ডিবি কার্যালয়ে গেছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রুহুল কুদ্দুস তালুকদারের বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে আছেন তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা রাত সোয়া ১২টার দিকে বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ডিবির একটি টিম আটক করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবে।

যদিও রুহুল কুদ্দুস তালুকদারের আটকের বিষয়টি ডিএমপি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন। তিনি বলেন, ডিবি এমন কোনো তথ্য ডিএমপি মিডিয়াকে জানায়নি।

অপরদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কাফরুল থানা-পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন, আনিসুল হক ওরফে লুলু। তাঁর দলীয় পদ বা বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ওই মামলা দায়ের করা হয়। বুধবার তাঁদের আদালতে হাজির করা হবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST