নিজস্ব প্রতিবেদক :
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী-২ সদর আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। শনিবার রাত সাড়ে ৮টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি জানান, নগরীতে সাংগঠনিক ১৪ নং ওয়ার্ডে
বিএনপির বর্ধিত সভা শেষে হঠাৎ করে উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা দেখা দেয় মিজানুর রহমান মিনুর। এরপর সাথে সাথেই তিনি দ্রুত রামেক হাসপাতালে গিয়ে ভর্তি হন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে অবস্থা পূর্বের তুলনায় ভালো। দ্রুত সুস্থতার জন্য রাজশাহীবাসীর নিকট দোয়া চেয়েছেন মিনু বলে তিনি আরো জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে