বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে। তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান বলছেন,
রোববার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে তাদের বড় বোনের বাসা থেকে দুদুকে নিয়ে যায় পুলিশ।
রাত ১২টার দিকে ১০/১৫ জন গোয়েন্দা পুলিশ বাসায় প্রবেশ করে ভাইকে তুলে নিয়ে যায়। তার সাথে আমাদের ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের সদস্যরা বলছেন, শামসুজ্জামান দুদু ও রবিনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তবে দুদুকে কোন মামলায় আটক করা হয়েছে, রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে গোয়েন্দা পুলিশের কোনো আনুষ্ঠানিক ভাষ্য পাওয়া যায় যায়নি।
বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার আগে দুদু দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন।
এর আগে, শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে উত্তরা থেকে, শাহজাহান ওমরকেও গুলশানের এক বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ নিয়ে বিএনপির তিনজন ভাইস চেয়ারম্যান আটক হলেন।
বিএ/