রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদকে মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃণমূলের নেতৃবৃন্দদের প্রতি দমন-পীড়ন, মামলা-হামলায় প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে দূঃশাসন দীর্ঘায়িত করার লক্ষ্যেই আবু সাঈদ চাঁদকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।
সোমবার (২১ মার্চ) রাজশাহী মহানগর ছাত্রদলের প্রেসবিজ্ঞপ্তিতে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের উপর প্রহসনের মামলায় অন্যায় ভাবে জামিন বাতিল করে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মূর্তুজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল এবং মহানগর এর আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান, থানা,ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
একই সাথে রাজশাহী মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ অনতিবিলম্বে আবু সাঈদ যাদের মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করেছেন ।
বিএ/