খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এসময় কারাফটকে তার পরিবারের সদস্য ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয় গয়েশ্বরকে। পরে তাকে হাইকোর্টের সামনে পুলিশ ভ্যানে হামলার মামলায় আটক দেখানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার জামিনে মুক্তি পেলেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ