খবর২৪ঘণ্টা ডেস্ক: যশোরে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নেতা আবু বকর আবুর খুনের তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
আজ শুক্রবার সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিইসি এ নির্দেশনা দেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য ঢাকায় এসে চার দিন আগে পল্টন থেকে নিখোঁজ হন যশোরের এ বিএনপি নেতা। বৃহস্পতিবার তার লাশ মেলে বুড়িগঙ্গা নদীতে।
বিএনপির সেই নেতা পুলিশ হেফাজতে ছিলেন, তাকে আটক করা হয়েছিল বিষয়টি নজরে আনলে সিইসি বলেন, আমরা পুলিশকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। যাতে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে সে বিষয়ে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।