নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। এ সময় টিটুর পাশাপাশি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টিটু রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসারও তিনি। তবে ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে তিনি সাবেক মেয়র লিটনের পিএ হিসেবে ছিলেন। এই সময় তিনি সিটি করপোরেশন ও রুয়েট-দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে সম্ভবত তিনি বহিষ্কারও হয়েছিলেন। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও হেফাজতে আছেন।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর কেন আশ্রয় দিয়েছিলেন সেসব তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলন চলাকালে নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
বদলগাছী থানা তাদের কাছে হস্তান্তর করলে এ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।