খবর২৪ঘন্টা ডেস্কঃ
‘বিএনপি-জামায়াত ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে হাজার হাজার মানুষ পুড়িয়ে মেরেছে। এভাবে আর মানুষ পুড়িয়া হত্যা করতে দেয়া হবে না। মানুষের চলার জন্য নতুন এক হাজার বাস দিয়েছিলাম, তাও পুড়িয়ে ফেলেছে বিএনপি- জামায়াত। রেল, লঞ্চ, প্রাইভেট গাড়ি কোনো কিছুই বাদ যায়নি’।
বুধবার রাজধানীর নীমতলিতে স্থাপিত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বন্ধের নামে বিএনপি-জামায়াত ৫৩২টি স্কুল পুড়িয়ে দেয়। তাদের জ্বালাও-পোড়াওয়ে মারা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ২৮-২৯ জন সদস্য। এ সকল পোড়া মানুষকে ভালো রাখার জন্য সাধ্যমত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জাতির জনকের কন্যা। তিনি বলেন, প্রথমে ২১ বছর, পরে ৮ বছর ক্ষমতার বাইরে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেত।
উল্লেখ্য, উদ্বোধন করা ১২তলা বিশিষ্ট এই ভবনে আধুনিক সকল চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এ ছাড়া ৫ শ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং ১২টি অপারেশন থিয়েটার রয়েছে।
২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ইনস্টিটিউট নির্মাণের অনুমোদন পায়। ২০১৬ সালের ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তারপর ২৭ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর নির্মাণ কাজ শুরু করে। দুই একর জমির ওপর ৯১২ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউটটি নিমাণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব