1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে: তারেক রহমান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে: তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

খবর২৪ঘন্টা ডেস্ক : আগামীতে ক্ষমতায় এলে বিএনপি জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হলো, এমন একটি সরকার গঠন করা, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। এতে দেশের সব সমস্যা সমাধান করা সম্ভব হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং জনসম্পৃক্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যখন কেউ বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের অবসান হবে, আমরা তখন ২৭ দফা প্রস্তাব দিয়েছিলাম। পরে সেটা ৩১ দফায় পরিণত হয়েছে। আমাদের সাথে গণতান্ত্রিক দলের মতামত যুক্ত হয়েছে।

তিনি দলের কর্মীদের সতর্ক করে বলেন, জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। স্বৈরাচারীরা দেশকে ধ্বংস করেছে, এখন সময় এসেছে দেশের কল্যাণে কাজ করার।

তারেক রহমান বিএনপি এবং তার পরিবারের অবদান তুলে ধরে বলেন, আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছেন। আমার মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে থাকার কারণে নির্যাতিত হয়েছেন।’

তিনি বলেন, যেভাবে গত ১৫ বছরে স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, দেশকে দুর্নীতিতে ডুবিয়েছে, তা থেকে দেশকে রক্ষা করতে হবে।

এ সময় তিনি বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। প্রাথমিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা বিশ্বব্যাপী কর্মসংস্থানে সফল হয়।

কর্মশালায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপি নেতারা অংশ নেন। এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন শীর্ষ নেতারা।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST