নিজস্ব প্রতিবেদক :
মহানগর যুবদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয় নিয়ে শনিবার বিকেলে নগরীর কাদিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী এবং রাজশাহী সদর আসন থেকে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভা পরিচালনা করেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন,অন্যদেন মধ্যে মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার,
মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু, সহ-সভাপতি আনোয়ার হোসেন কাজল, আকিল হোসেন আকুল, সাকলাইন ইকো, আবু হেনা মোহাম্মদ শাহীন রান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল, মোদাসসারুল হক, ফাইজুল হক ফাহিম, সালাউদ্দিন বিপ্লব, রাজিব উল ইসলাম ডিনপল, আলাউদ্দিন, হাফিজুর রহমান আপেলসহ যুবদল, অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, আওয়ামী লীগ ও তার দোসরদের রাতে কোনভাবেই ভোট প্রদান করতে যাবে না। তারা পুলিশ ও প্রশাসসে সদ্যদের কাজে লাগিয়ে সিটি নির্বাচনের মত ভোট জালিয়াতি করার জন্য নানামুখি ষড়যন্ত্র করছে। বিএনপি’র পিট দেওয়ালে ঠেকে গেছে। কোনভাবেই ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে যাবেনা। বাঘা চারঘাটের চাদ ২গুন ভোটে জয়লাভ করবে।
শাহরিয়ারকে আওয়ামী লীগকে সেখানে প্রবেশ করতে দেওয়া যাবেনা। যুবদল হচ্ছে বিএনপি’র প্রাণশক্তি। যুবদল ঠিক থাকলে হৃদপিন্ড ঠিক থাকবে। ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য যুবদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে। নির্বাচনের পূর্বের দিন সন্ধ্যে ৭টা থেকে বোট সেন্টার পাহারা দিতে হবে। সেইসাথে ভোটের দিন সকাল ৭টার পুর্বে ভোট কেন্দ্রে সকল পোলিং এজেন্ট এবং সেন্টার কমিটিকে হাজির হওয়ার নির্দেশ দেন তিনি। বুলবুল বলেন, ৩০ তারিখের নির্বাচনের উদ্যেশে এই প্রস্তুতি মূলক সভা। এখান থেকেই সকল বাধা অতিক্রম করে নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার শপথ নেওয়ার আহবান জানান তিনি। বিজিত হয়ে জানুয়ারীর ১৯ তারিখে দেশমাতা বেগম খালেদা জিয়াকে সাথে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন করা হবে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন। নির্বাচনে বিজয়ী হতে হলে ২৯ তারিখ সন্ধ্যা থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হলে এর কোন বিকল্প নাই। রাজশাহীবাসীর প্রিয় প্রার্থীকে মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রিব হয়ে আছে। সুযোগ পেলে জনগণ ধানের শীষের ভোট দেবেন।