এক দফার নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (১২ জুলাই) এক টুইট বার্তায় এ মন্তব্য করেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, বিএনপির এক দফা দাবি অসাংবিধানিক। অসাংবিধানিক কিছু দাবি করা কেবল ইঙ্গিত দেয় যে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এরপর তারা ঘোলা জলে মাছ ধরার পরিকল্পনা করছে। আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে আপস করব না।
এদিকে, এদিন বিকেলে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারাদেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা হবে। এ পদযাত্রার মধ্য দিয়ে তাদের পতন তরান্বিত করা হবে। রাজধানীতে এ পদযাত্রা হবে দুই দিন। ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা হবে।
১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা উত্তরার আবদুল্লাপুর থেকে পুনার ঢাকার বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা। একেবারে শান্তিপূর্ণভাবে এ পদযাত্রা হবে। এটা আমাদের প্রাথমিক কর্মসূচি। সুত্র-আরটিভি
বিএ/