সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৩ ডিসেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি অফিসে কোটা আন্দোলনকারীরা, যাবেন ড. কামালের কাছেও

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩, ২০১৮ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ঘণ্টা ডেস্ক: তারুণ্যের ইশতেহার সকল রাজনৈতিক দলের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রতিনিধি দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গেছে। প্রতিনিধি দলের সকলেই বহুল আলোচিত কোটা আন্দোলনের নেতা।

সোমবার দুপুর পৌঁনে ২টায় কোটা আন্দোলনকারীর নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসানের নেতৃত্বে ১৮সদস্যদের প্রতিনিধি দল নয়া পল্টনে যান। কার্যালয়ে তারা এখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করছেন।

ফারুক হাসান এই প্রতিবেদককে জানান, আমরা বিএনপি কার্যালয় থেকে একটু পর ঐক্যফ্রন্ট কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবো। পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করব। আমরা ইশতেহারে আমাদের দাবিগুলো তুলে ধরব।

খবর ২৪ঘণ্টানই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।