পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।
এসময় বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে কিছু ফ্যাসিবাদী দালালরা ষড়যন্ত্র করছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।
পরে সভাপতির সমাপনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। এ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর হাতকে শক্তিশালী করব।
এসময় আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি ও রাজশাহী-৫ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রুকুনুজ্জামান আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসফা খায়রুল হক শিমুল, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আল মামুন খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব ইনতাজুল হক বাবু, সাবেক পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আসাদুল হক আসাদ, সাবেক ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার চাঁন্দু খাঁ, বিএনপি নেতা হান্নান সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক আলিফ হোসেন দ্বীপ, যুবদল নেতা রিকো মন্ডল, কসুম মন্ডল, আজাদ মন্ডলসহ উপজেলা ও পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।