1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিএনপির সহসভাপতি ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে দুদকের তলব। - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

বিএনপির সহসভাপতি ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে দুদকের তলব।

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
বিএনপির সহসভাপতি ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু

খবর২৪ঘন্টা ডেস্কঃ

ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে ঋণ গ্রহণ, শতশত কোটি টাকা রাজস্ব ফাঁকি ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে বিএনপির সহসভাপতি ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক সামছুল আলম তাকে তলবি নোটিশ দেন। মাল্টিমোড গ্রুপের এ্যাকর টাওয়ারের অফিস ঠিকানায় ওই নোটিশ পাঠানো হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে আগামী ৫ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট সৃজনপূর্বক ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে লোন গ্রহণ, শতশত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST