বিএনপির চলমান কর্মসূচি ও নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার জানান, নেতাকর্মীদের গ্রেপ্তার, পুলিশের অহেতুক অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে কথা বলবেন বিএনপি মহাসচিব।
১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকে আটক করা হয়। রাজশাহী গণসমাবেশ থেকে ফেরার পথে আমিন বাজারে এলে তাদের গাড়ি থেকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রুহুল কবির রিজভী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক যুবদল নেতাদের মুক্তি দাবি জানান।
পুলিশের ভাষ্য, জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান চলছে।
বিএ/