খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থীর বাড়িতে অভিযান চালিয়ে তার ভাতিজাকে আটক করেছে পুলিশ।
ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবারও বিএনপির সমর্থন নিয়ে ঘুড়ি প্রতীকে প্রার্থী হয়েছেন।
ভোটের দুই দন আগে বুধবার রাত ১২টায় পুলিশ পরিচয়ে কয়েকজন বাড়িতে ঢুকে বলে জানান কাউন্সিলরের ভাতিজা শ্যামল।
সাজ্জাদের বাসা মিরপুর ১২ নম্বরের ডি ব্লক পানি ট্যাংকির সঙ্গে।
শ্যামল গণমাধ্যমকে বলেন, রাত ১২টায় কয়েকজন যুবক আসেন। তারা পুলিশ পরিচয় দিয়ে প্রথমে চাচাকে খোঁজেন।
সাজ্জাদকে বাসায় না পেয়ে তার ভাতিজা পলাশকে খোঁজে পুলিশ। তাকেও না পেয়ে তার আরেক ভাতিজা খোকনকে ধরে নিয়ে যায় বলে জানান শ্যামল।
সিভিল ড্রেসে পুলিশ পরিচয়ে খোকনকে তুলে নেওয়া হয়েছে। আমরা কারণ জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেওয়া হয়নি। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই।
এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার (খোকন) বিরুদ্ধে অভিযোগ আছে। তবে কী অভিযোগ, সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।