খবর ২৪ঘণ্টা ডেস্ক: আগামীকাল রোববার রাজধানীতে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা ১১ টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের অনুমতি পাবে। এ বিষয়ে আইজিপির সঙ্গে আমার কথা হয়েছে। বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি যেন এনিয়ে নাটক না করে।
তিনি বলেন, মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আজ কর্মী সমাবেশ করবে।
খবর ২৪ঘণ্টা/ নই