খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে ওমর ফারুক (৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মো. মোনাফ প্রকাশ মোনাফ কোম্পানির ছেলে। সে হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন জানান, ওমর ফারুককে কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকায় আধিপত্য বিস্তার বা আর্থিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
খবর২৪ঘণ্টা, জেএন