পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাবনা-নাটোর মহাসড়কে মুলাডুলির আখ ফার্ম সংলগ্ন শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তাহের মণ্ডলের ছেলে বাচ্চু মণ্ডল (৪০) ও একই এলাকার মহিদুল শেখের ছেলে বুলবুল শেখ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবীর জানান, মোটরসাইকেল আরোহীরা ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে মুলাডুলির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হবে।
খবর২৪ঘন্টা/নই