খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা (৪২) ও ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান এলাকার দিপক পালের ছেলে সনাক পাল (২৭)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজারমুখী ইউনিক বাসের (চট্টমেট্রো-ব-১৪-১০৪০) সঙ্গে চকরিয়ামুখী মাইক্রোবাসের (চট্টমেট্রো-চ-১১-৪০৮৯) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন। সংঘর্ষে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহগুলোর সুরতহাল রিপোর্টের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।