খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি নামক স্থানে সোমবার সকালে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানের চালকসহ কেবিনে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র্র সাহা।
জানা গেছে, মহাসড়ক দিয়ে সোমবার সকালে পিকআপ ভ্যানটি ঢাকা যাওয়ার পথে ধামরাইয়ের বাথুলি পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর বাসের দুজন যাত্রী গুরুতর আহত হন। তবে পুলিশ বাসটি আটক করেছে। আর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
খবর২৪ঘন্টা/নই