খবর২৪ঘণ্টা ডেস্ক: রংপুরের তারাগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার সকালে রংপুর দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াসা বাছুরবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন নারী রয়েছেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই তামজিদ হোসেন জানান, ঢাকা থেকে সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের বাসের সঙ্গে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। বাস ও অ্যাম্বুলেন্স দুটি আটক করা হয়েছে।
এদিকে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এমকে