1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাস্তবায়ন মেয়াদ বাড়ল ৭১ প্রকল্পের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৫:৪ পূর্বাহ্ন

বাস্তবায়ন মেয়াদ বাড়ল ৭১ প্রকল্পের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ৭১টি প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, গত ১৬ আগস্ট পরিকল্পনা মন্ত্রণালয় এ মেয়াদ বৃদ্ধি অনুমোদন করে।

অনুমোদনের নথিতে বলা হয়েছে, ‘গত ১৯ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভার সিদ্ধান্ত অনুসারে পরিকল্পনা কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে তালিকায় বর্ণিত ২০২০-২১ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত এ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ৭১টি প্রকল্পের ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে বাস্তবায়ন মেয়াদ একবছর নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো।’

মেয়াদ বৃদ্ধি পাওয়া প্রকল্পগুলো হলো- গ্রেটার ঢাকা সাসটেইননেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি গাজীপুর-এয়ারপোর্ট), সাসেক রোড কানেক্টিভিটি : ইমপ্রুভমেন্ট অব জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা রোড (এন-৪) টু চারলেন হাইওয়ে, পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ, খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে পিসি গার্ডার সেতু, আরসিসি সেতু এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ, মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ (সওজ অংশ), সাপোর্ট টু জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্প, সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন, বড়তাকিয়া (আবু তোরাব) থেকে মিরসরাই ইপিজেড সংযোগ সড়ক নির্মাণ, জাতীয় মহাসড়কের (এন-৭) মাগুরা শহর অংশের রামনগর মোড় থেকে আবালপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, হরিশপুর বাইপাস মোড় থেকে বনবেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত নাটোর শহরের প্রধান সড়কের মিডিয়ানসহ পেভমেন্ট প্রশস্তকরণ, পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল জেলা মহাসড়ককে একস্তর নিচু দিয়ে উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেনসহ চারলেন উন্নীতকরণ উন্নয়ন (ডাঙ্গা বাজার-ইসলামপুর লিংকসহ), শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়ক মানে উন্নয়ন, গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়াররাবাজার সড়কের ছাতকে সুরমা নদীর উপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ, চট্টগ্রাম জেলার জরাজীর্ণ ও সংকীর্ণ কালারপুল-ওহিদিয়া সেতুর স্থলে ১৮০.৩৭৩ মিটার সেতু নির্মাণ, সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহ, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (গোপালগঞ্জ জোন), বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সড়কের ১০ম কিলোমিটারে চেংগী নদীর উপর ৫০০ মিটিার দীর্ঘ সেতু নির্মাণ, নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর উপর কালিয়া সেতু নির্মাণ।

গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (ময়মনসিংহ জোন), গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (সিলেট জোন), গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (চট্টগ্রাম জোন), বাগেরহাট-চিতলমারী-পাটগাতী মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন, লাঙ্গলবন্দ-কাইকারটেক-নবীগঞ্জ জেলা মহাসড়কের লাঙ্গলবন্দ হতে মিনার বাড়ি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ (জেড-১০৬১) (ভূমি অধিগ্রহণ), জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ, চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা (জেড-৮৭০১) সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন (আর-২০৩), জামালপুর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন (আর-২০৩), ফেরি ও পন্টুন নির্মাণ/পুনর্বাসন (দ্বিতীয় পর্যায়), রাজাবপুর-কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা মহাসড়ক (জেড-৮৭০৮) উন্নয়ন প্রকল্প (ঝালকাঠি অংশ), নকলা-সিরাজগঞ্জ-সায়েদাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) চারলেন উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুইলেনে উন্নীতকরণ, আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ষষ্ঠ কিলোমিটার ১০৩ দশমিক ১৪ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ, জিঞ্জিয়া-কেরাণীগঞ্জ-নবাবগঞ্জ-দোহার-শ্রীনগর মহাসড়ক উন্নয়ন (কদমতলী থেকে জনি টাওয়ার লিংকসহ) (আর-৮২০), কুমিল্লা (টমছম ব্রীজ)-নোয়াখালি (বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক চারলেন উন্নীতকরণ, জামালপুর-কালিবাড়ী-সরিষাবাড়ী সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ, নওগাঁ আত্রাই-নাটোর মহাসড়কে অসমাপ্ত কাজ সমাপ্তকরণ।

বরিশাল (দিনাবেরপুল)- লক্ষ্মীপাশা জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটার রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ, শেরপুর (আখের বাজার)-লঙ্গরপাড়া-শ্রীবদী, (মামদামারী) সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ, সালনা (রাজেন্দ্রপুর) কাপাসিয়া-টোক-মঠখোলা সড়ক প্রশস্তকরণ (আর-৩১২), পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়কে ক্ষতিগ্রস্ত সাতটি সেতু এবং নিয়ামতপুর-আড়ুয়া সড়কে আড়ুয়া সেতু নির্মাণ, ময়জাল বেলাব সড়ক ও পোয়াদিয়া বেলাব জেলা মহাসড়ক দুটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (বরিশাল জোন), ইমতেমা মহাসড়ক (আর-৩০৩) চারলেনে উন্নীতকরণ, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (ঢাকা জোন), বগুড়া শহর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, জামালপুর-চেচুয়া-মুক্তাগাছা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ (ব্রাহ্মপুত্র এপ্রোচসহ), এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ, মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর-ধামরাই-নবীনগর (ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ (আর-৩১৫), জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (কুমিল্লা জোন), নওগাঁ সড়ক বিভাগাধীন একটি আঞ্চলিক ও দুটি জেলা মহাসড়ক যথাযথ ও প্রশস্ততায় উন্নীতকরণ, জয়পুরহাট (হিচমী)-পুরান আইপল-পাঁচবিবি-হিলি (শহর লিংকিসহ) মহাসড়ক উন্নয়ন।

উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস নির্মাণ, নড়াইল-ফুলতলা জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (সিলেট জোন), জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (খুলনা জোন), জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (রাজশাহী জোন), জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (রংপুর জোন), জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (ময়মনসিংহ জোন), জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (গোপালগঞ্জ জোন), চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা সড়কের প্রথম কিলোমিটারে ৬৩ দশীমক ৭৯৮ মিটার (হেতালিয়া) ও সপ্তম কিলোমিটারে ৭৫ দশমিক ৭৯৮ মিটার (মাদারসী) সেতু নির্মাণ, মাইজদী-রাজগঞ্জ-ছয়ানী-বসুরহাট-চন্দ্রগঞ্জ (আর-১৪৩) আঞ্চলিক মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, ঢাকা-আরিচা মহাসড়ক হতে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা-মাওয়া মহাসড়ক হতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংযোগ স্থাপনকল্পে সম্ভাব্যতা সমীক্ষা (মিডল রিং রোডের দক্ষিণ অংশ)।

রাজউক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক হতে মাদানী ইভিনিউ-সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টার সেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চারলেনে উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, যাত্রাবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার)-ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, দক্ষ চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য বিআরটিসির তিনটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ১৭টি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়ন শক্তিশালীকরণ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর ঢাকা পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট প্রজেক্ট, দ্য ফিজিবিলিটি স্টাডি অন দ্য বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৭, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (খুলনা জোন) এবং ফিজিবিলিটি স্ট্যাডি অ্যান্ড ডিটেইল ডিজাইন ফর কনস্ট্রাকশন অব কেয়াতখালী ব্রিজ ওভার দ্য রিভার ব্রহ্মপুত্র অ্যাট ময়মনসিংহ উইথ রেলওয়ে ওভারপাস অ্যান্ড চারলেন অ্যাপ্রোচ (ইনক্লুডিং সার্ভি রোড) রোড।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST