খবর ২৪ঘণ্টা ডেস্ক: দুটি বাসের প্রতিযোগিতায় রাস্তায় দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চার্জশিট দিয়েছেন পুলিশ। চার্জশিটে জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাৎ হোসেনসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়।
এতে রমিজ উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া আক্তার মিম নিহত হন। গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় আরো ছয়জনকে। এ ঘটনায় শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তুলে, নিরাপদ সড়কের দাবিতে পরদিন থেকে প্রতিদিন সড়কে নেমে অবরোধ করে তারা।
এরপর বাসের চালক এবং দুইজন সহকারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চালক মাসুম বিল্লাহকে বরগুনা থেকে ও সহকারী মো. এনায়েতকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। আরেক চালক মো. জুবায়েরকে পটুয়াখালী এবং অন্য একটি বাসের চালক মো. সোহাগকে মুন্সীগঞ্জ ও সহকারী রিপনকে বরিশাল থেকে গ্রেপ্তার করে র্যাব।
খবর ২৪ঘণ্টা/ নই