নিজস্ব প্রতিবেদক :
বালু দস্যুর বিচারের দাবিতে রাজশাহীর কাটাখালিতে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। সোমবার বিকেলে কাটাখালি বাজারে এ মিছিল করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাটাখালিতে বাজারে গিয়ে রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, কাটাখালি পৌর মেয়র আব্বাস। মেয়র তার বক্তব্যে, আজিজুল আলম বেন্টুকে বালু দস্যু আখ্যায়িত করে বিচার দাবি করেন। সেই সাথে মামলা প্রত্যহারেরও দাবি জানান। মিছিলে এলাকাবাসী অংশগ্রহণ করে।
খবর২৪ঘণ্টা/আর