খবর২৪ঘণ্টা, ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর বার্সেলোনা লেজেন্ডেস বনাম মোহনবাগান ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়েছে বহুদিন আগেই। কিন্তু তীরে এসে তরী ডুববে না তো ? ময়দানে কান পাতলে এখন তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এমন ম্যাচ আয়োজনের জন্য ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার অনুমতি প্রয়োজন হয়। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য তাদের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।
যদিও ফেডারেশনের এমন দাবি মানতে নারাজ মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অনুমতি চেয়ে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে। এমনকি প্রয়োজনে তারা আরও একবার চিঠি পাঠাতে তৈরি।
এদিকে এমন একটি ম্যাচ আয়োজনের সঙ্গে কোনভাবেই যুক্ত নয় আইএফএ। তাই আইএফএ এই ম্যাচ আয়োজনের কোন দায় নিতে অস্বিকার করেছে। যদিও এত আশা-আশঙ্কার মধ্যেও এই ম্যাচ নিয়ে উৎসাহে ভাঁটা পড়েনি ফুটবলপ্রেমীদের মধ্যে। সেই উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়ে এই ম্যাচের জন্য নিজেদের টিম লিস্ট পাঠিয়ে দিল বার্সেলোনা। তবে সে তালিকায় তেমন কোনও কিংবদন্তীর না নেই।
খবর২৪ঘণ্টা,কম/জন