খেলা ডেস্ক: লা লিগার শনিবার রাতের ম্যাচে দেপোর্তিভো আলাভাসের বিপক্ষে ৩-০ গোলে বার্সেলোনা জয় পেয়েছে। এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি গোল করেন দুইটি আর ফিলিপে কুতিনহো একটি গোল করেন।
ম্যাচের ৬৪তম মিনিটে লিওনেল মেসি গোল করে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন। লা লিগায় বার্সেলোনার এটি ৬০০০তম গোল।
ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে ছিল। ৭৯ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে। আর ২১ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে দেপোর্তিভো আলাভেস। বার্সেলোনা নয়টি টার্গেটে শট নেয়। আলাভেস টার্গেটে একটি শটও নিতে পারেনি।
ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন লিওনেল মেসি। ম্যাচের ৮৩তম মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর অতিরিক্ত সময়ে তথা (৯০+২) মিনিটে গোল করে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন লিওনেল মেসি। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
খবর২৪ঘণ্টা.কম/জেএন