খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ক্রীড়া পরিচালক হিসেবে ফ্রান্সের সাবেক ফুল ব্যাক এরিক আবিদালকে নিয়োগ দিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি এ কথা জানানো হয়েছে।
৩৮ বছর বয়সি এই ফুটবল তারকা ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব মোনাকো ও লিয়নের পাশাপাশি দীর্ঘ সময় কাটিয়েছেন কাতালানিয় ক্লাবে। বার্সেলোনা ছাড়ার পর আরো ১৮ মাস তিনি খেলোয়াড়ী জীবন কাটিয়েছেন।
২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার হয়ে অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটির আইকনিক তারকায় পরিণত হয়েছিলেন আবিদাল। গত বছর তাকে ক্লাবটির দূত বানানো হয়েছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ