খবর২৪ঘন্টা স্পোটর্স ডেস্কঃ
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের ঘর আলোকিত করলো পুত্র-সন্তান। আজ মঙ্গলবার সকালে এই সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই সুখবর জানালেন শোয়েবই। এরপর থেকে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা দম্পতি।
আজ সকাল ৮টার দিকে করা টুইটে শোয়েব বলেন, ‘ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ছেলে হয়েছে এবং আমার বালিকা (সানিয়া) ভালো আছে এবং বরাবরের মতোই সে সুস্থ #আলহামদুলিল্লাহ। আমাদের জন্য শুভকামনা ও দোয়া করায় সবাইকে ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ’। মন দেয়া-নেয়ার পর দীর্ঘদিন প্রণয় শেষে ২০১০ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সানিয়া-শোযেব। এই বছরের এপ্রিলেই সানিয়ার সন্তানসম্ভবা হওয়ার শুভসংবাদ জানা যায়।
মাতৃত্বের জন্য আপাতত কোর্টের বাইরে থাকা সানিয়া ২০২০ টোকিও অলিম্পিকে ফেরার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে পাকিস্তানের হয়ে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন শোয়েব।
খবর২৪ঘন্টা / সিহাব