1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাবা-মায়ের সঙ্গে থাকছেন কেন অভিষেক ? - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

বাবা-মায়ের সঙ্গে থাকছেন কেন অভিষেক ?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফের ট্রোলারদের নিশানায় জুনিয়র বচ্চন৷ এবার তিনি তাঁর পরিবারের সঙ্গে থাকা নিয়ে বিদ্ধ হলেন এক ট্রোলারের হাতে৷ যদিও বিষয়টির যোগ্য জবাব দেন তিনি৷ এবং সঙ্গে সঙ্গে ফ্যানেরাও তাঁকে সমর্থনে এগিয়ে আসেন৷

ঘটনাটির সূত্রপাত বুধবার সকালে৷ ট্যুইটারে অভিষেক বচ্চনকে ট্যাগ করে একজন লেখেন, “তোমায় নিয়ে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না৷ জন্ম থেকে বাবা মায়ের সঙ্গে থেকে যাচ্ছো এমনকি বিয়ের পরেও৷”

কোন কারন ছাড়াই অতর্কিতভাবে এই ট্রোলিংয়ে কারন দেখে হতবম্ব খোদ অভিনেতাও৷ তবে তিনি বিষয়টি বেশ হালকা মেজাজে নিয়ে কমেন্ট বক্সে ঢুকে পোস্টের রিপ্লাই দেন৷ তিনি জানান, “হ্যাঁ আমি গর্বিত আমি তাঁদের সঙ্গে থাকি৷ এবং ভবিষ্যতেও থাকব৷ তাঁদের জন্য আমি আজ বিখ্যাত হয়েছি৷ এটা তুমিও চেষ্টা করো৷ আমার মনে হয় তোমার পক্ষেও বিষয়টি সুখকর হবে৷”

এরপর ফের অভিষেককে রিপ্লাই দিয়ে তিনি জানান, “সকলে বিশ্বাস করে যে তুমি তোমার পরিবারের জন্য নাকি অনেক কিছু করেছো৷ তার মানে তো তুমি সাবলম্বী৷ তাহলে তুমি পরিবারের সঙ্গে কেন আছো? তোমার মতো ইডিয়টের জন্য ভারতে প্রচুর অন্ধ ভক্ত আছে৷” এরপরেই অভিষেক সমর্থনে এগিয়ে আসেন তাঁর ফ্যানেরা৷ অনেকে ফ্যান না হওয়া সত্ত্বেও অভিনেতাকে সমর্থনে এগিয়ে আসে৷ যদিও এর পর অভিনেতা নিজে থেকে আর ট্যুইট করে কিছু বলেননি৷

যদিও ট্রোলিংয়ের ব্যাপার অভিষেকের কাছে নতুন নয়৷ এর আগেও তাঁর কেরিয়ার, স্ত্রী, মেয়েকে নিয়ে একাধিকবার ট্রোলড হয়েছেন তিনি৷ তবে সবকিছুর তিনি সরাসরি জবাবও দিয়ে ট্রোলারদের মুখ বন্ধ করে দিয়েছেন৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST