নাটোর প্রতিনিধি: দিনমজুর বাবা-মা শ্রম বিক্রি করতে এসেছিলেন। সাথে এসেছিল তাদের শিশু সন্তান আলফা (৪)। শিশুটিকে সঙ্গে নিয়ে মাঠে রসুন রোপনের কাজ করছিলেন তারা। তাদের অজান্তেই শিশুটি নিখোঁজ হয়। খোঁজাখুুঁজির পর রসুন খেতের পাশের পুকুর থেকে শিশু আলফার নিথর দেহটি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে গুরুদাসপুরের ধাবারিষা বিলে ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা মো. আলতাব হোসেন জানান- পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিসলুটি এলাকায় তাদের বাড়ি। তারা স্বামী-স্ত্রী দুজনেই দিনমজুর। অভাবের সংসারে আলফাই ছিল তাদের একমাত্র
সন্তান। সংসারের খরচ মিটাতে তারা বিভিন্ন এলাকায় কাজ করেন। বৃহস্পতিবার সকালে শিশু আলফাকে নিয়ে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় শ্রম বিক্রি করতে এসেছিলেন। কিন্তু শিশুটি লাশ হলো।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান- শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
আর/এস