1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাবা-মাকে নির্যাতন করে শিক্ষক ছেলে কারাগারে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

বাবা-মাকে নির্যাতন করে শিক্ষক ছেলে কারাগারে

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

পটুয়াখালীতে বাবার করা মামলায় কারাগারে গেছেন শিক্ষক ছেলে। বাবা-মাকে নির্যাতনের অভিযোগে মো. মাহাবুব আলম লিটনকে (৪০) গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় মাহবুব আলম লিটনকে গ্রেফতার করা হয়। শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মো. আবুল হাশেম হাওলাদারের ছেলে লিটন। তিনি গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

বাদী পক্ষের আইনজীবী মো. জাহিদুল ইসলাম (রকি)  জানান, মো. আবুল হাশেম হাওলাদার পটুয়াখালী জেলা পরিষদের উচ্চমান সহকারী প্রকৌশলী শাখায় চাকরি করতেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। আবুল হাশেম কলেজ রোড এলাকার মৃধাবাড়ি সড়কে পরিবার নিয়ে বসবাস করতেন। লিটন বিভিন্ন সময়ে তার বাবার কাছে টাকা দাবি করতেন। কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা দিতে না পারায় লিটন ও তার স্ত্রী আকলিমা বেগম তার মা-বাবাকে শারীরিক নির্যাতন করতেন। এক পর্যায়ে তার মা-বাবাকে বাসা থেকে বের করে দেন।

পরবর্তীতে লিটনের বাবা মো. আবুল হাশেম হাওলাদার একটি ভাড়া বাসায় উঠলে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ওই বাসায় গিয়ে লিটন তার মা-বাবার ওপর হামলা চালান। এ ঘটনায় মো. হাসেম হাওলাদার গত ৭ ফেব্রুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের বিচারক মো. আশিকুর রহমান প্রধান আসামি মাহবুব আলম লিটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আকলিমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন।

এর আগেও লিটনের বিরুদ্ধে তার বাবা মো. হাসেম হাওলাদার ২০২১ সালের ১০ অক্টোবর পটুয়াখালী সদর থানায় এবং চলতি বছরের ২৩ জানুয়ারি পৌরসভায় লিখিত অভিযোগ করেন।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST