1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাবাকে হত্যার ৩০ বছর পর ধরা সাজাপ্রাপ্ত ছেলে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

বাবাকে হত্যার ৩০ বছর পর ধরা সাজাপ্রাপ্ত ছেলে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

রাজশাহী চারঘাট সলুয়া গ্রামে বাবাকে হত্যার ৩০ বছর পর ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি ছেলে আকছেদ আলী (৪০)। গতকাল শনিবার (৫ মার্চ) চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম।

গ্রেপ্তার অভিযানে অংশ নেন চারঘাট মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ। তিনি জানান, মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়ে করেন চাচার শ্যালিকাকে। এরপর আরও একটি বিয়ে করেন বাবা। এ নিয়ে পরিবারে চরম অশান্তি শুরু হলে ছন্নছাড়া হয়ে যান আকছেদ আলী।

পারিবারিক বিরোধের জেরে ১৯৯১ সালের ডিসেম্বরের শেষের দিকে বাবাকে হত্যা করেন তিনি। তার বিরুদ্ধে ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন চাচা। দীর্ঘ তদন্ত এবং বিচার শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত আকছেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই সময় থেকেই পলাতক ছিলেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানিয়েছেন, রোববার (৬ মার্চ) সকালে ওই সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team