খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গোপালগঞ্জে জুমার নামাজে বাবাকে গালমন্দ করায় প্রতিবাদ করতে গেলে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার দুপুরে সদর উপজেলার চর বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন মোল্যা একই গ্রামের আকরাম মোল্যার ছেলে।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সম্প্রতি চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি হয়। জুমার সময় মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা কমিটি নিয়ে গালমন্দ করেন। এ সময় নামাজ পড়তে আসা আকরাম মোল্যা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালমন্দ করেন তারা। পরে আকরামের ছেলে তুহিন ওই দুই ভাইয়ের কাছে বিষয়টি জানতে চান। এ নিয়ে তাদের সঙ্গে তুহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রাজু ফকির নামে একজন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুর মাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।খবর২৪ঘন্টা /এবি