1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাবরদের বিপক্ষে হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন আকিল - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

বাবরদের বিপক্ষে হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন আকিল

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মারচ, ২০২৪

পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) গতকাল হ্যাটট্রিক করেছেন আকিল হোসেইন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পেশাওয়ার জালমির বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট পেয়েছেন এই কিউই স্পিনার। কোয়েটার প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়েছেন আকিল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আকিলের হ্যাটট্রিকটি তার কোটার শেষ ও পেশাওয়ারের ইনিংসের ১৬তম ওভারে। ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমের জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন লুক উড।

এর আগে পেশাওয়ার অধিনায়ক বাবর আজমের উইকেটও নেন আকিল। এদিন সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান এই স্পিনার।

পিএসএলের এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। তবে সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল। আগের পাঁচ জন হলেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)।

জুনাইদ, তাহির ও আব্বাস এই স্বাদ পান মুলতান সুলতানসের হয়ে। তাছাড়া করাচি কিংসের জার্সিতে আমির, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সামি তিন বলে নেন তিন উইকেট।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST