বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঊল্টে আহত হয়েছে ৮জন। এর মধ্যে গুরুতর ভাবে আহত ৩জন। কেরানিহাট হতে বান্দরবানগামী লোকাল বাসটি রেইছা আর্মি ক্যাম্পের পর পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের একটি বড় গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বান্দরবানের রেইছা পাহাড় এলাকায়। এ দিন দুপুর ১২টা নাগাদ বান্দরবানে পৌঁছানোর আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০জন যাত্রী ছিল। আহতদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম এসে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, আহত ৮ জনের মতো, তবে গুরুতর ও হাসপাতালের রের্কড নাম রেজিষ্ট্রেশন অনুযায়ী গুরুতর ভাবে ৩ জনের নাম লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে। আহতরা হল – ১.এসিং থোয়াই মারমা, সাং-লামা(২৬), ২. আব্দুর রহিম, সাং-বরিশাল পাড়া, বান্দরবান(৪২), ৩.বিউটি বড়–ৃয়া, সাং-মধ্যম পাড়া, বান্দরবান (১৮)।
খবর২৪ঘণ্টা.কম/নজ