বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্রের নব নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ জুন) সকালে ইউএলডিসি প্রকল্পের অর্থায়নে ১ কোটি ২ লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: আনিসুর রহমান, সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ প্রমুখ।
উদ্বোধন শেষে জেলা পরিষদের বন ও প্রাণি বিষয়ক আহ্বায়ক কমিটি সদস্য মো: মোস্তফা জামান এর সভাপতিত্বে প্রাণি সম্পদ বিভাগের নতুন ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মন্ত্রী বলেন, বান্দরবান কৃষি নিয়ে এগিয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রে বান্দরবান একটি সম্ভাবনাময় একটি জেলা। যার ফলে বান্দরবানে কৃষিতে নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। আগে বান্দরবানে ভেড়া পালন হতো না, বর্তমানে বান্দরবানেও ভেড়া পালনের মাধ্যমে কৃষকরা লাভবান হওয়ায় চাষীরা ভেড়া পালনে আগ্রহী হচ্ছে। তার জন্য প্রাণি সম্পদ অধিদপ্তর থেকে কৃষকদের পশু পালনে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তাই বান্দরবান জেলার উন্নয়নে কৃষকদেরকে উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করে বান্দরবানে কৃষি ক্ষেত্রকে সমৃদ্ধশালী করার জন্য প্রাণি সম্পদ অধিদপ্তরকে আহ্বান জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ